UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় নগ্ন ভিডিও’র ভয় দেখিয়ে ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ

usharalo
মার্চ ৪, ২০২১ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় প্রতারক এক দেবরের বিরুদ্ধে নগ্ন ভিডিও’র ভয় দেখিয়ে ভাইয়ের স্ত্রীকে ধর্ষই ও দুই লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামের এক নারী বাদী হয়ে থানায় মামলা করেছে। পুলিশ দেবর সরীরণ মন্ডলকে আটক করেছে।
মামলা সূত্রে জানাগেছে, স্বামী কর্মসূত্রে ডুমুরিয়া থানার হেতালবুনিয়া এলাকায় একটি মুরগীর ফার্মে কাজ করত। মাঝে মধ্যে সে বিশেষ প্রয়োজনে বাড়িতে আসতো। তার অনুপস্থিতির সুযোগে তার গোত্রীয় সম্পর্কিত ভাই সমীরণ মন্ডল স্ত্রীর (ফার্ম কর্মচারীর) সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলে। ঘনিষ্ঠতার এক পর্যায়ে সে ২০২০ সালের ৪ মে সন্ধ্যা মন্ডলের গোসলের নগ্ন দৃশ্য ভিডিও করে। ধারণকরা ভিডিও’র ভয় দেখিয়ে এবং মুছে ফেলার প্রতিশ্রুত দিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে। ১৫/০১/২০২১ইং তারিখে সমাজ, সংসার ও জীবন থেকে মুক্তি পেতে সমীরণকে অনুরোধ করলে সমীরণ ওই গৃহবধূর নিকট ২ লাখ টাকার চাঁদা দাবি করে। বিষয়টি জানাজানি হলে স্বামী, শ্বশুর সন্ধ্যাকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে নিবাস মন্ডলের ছেলে সমীরণকে আসামী করে পাইকগাছা থানায় পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ ও নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে। যার নং- ৩, তাং- ০৩/০৩/২০২১ ইং। এ মামলার আসামী প্রতারক সমীরণকে আটক করা হয়েছে বলে ওসি এজাজ শফী জানিয়েছেন।