UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় মসজিদের ছাঁদ থেকে অস্ত্র, বোমা, গুলি ও জিহাদী বই উদ্ধার

pial
ডিসেম্বর ১৪, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় মসজিদের ছাঁদ থেকে অস্ত্র, বোমা, গুলি ও জিহাদী বই উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার ভোর ৫ টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল উত্তরপাড়া জামে মসজিদের দো’তলার ছাঁদ থেকে দুটি দেশীয় পাইপগান, ৮টি বোমা সাদৃশ্য হাত বোমা, ২ রাউন্ড কার্টুজ গুলি ও কয়েকটি জিহাদী বই উদ্ধার করে পুলিশ। ওসি জিয়াউর রহমানের নেতৃত্বে থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

ওসি জিয়াউর রহমান জানান, মসজিদের ছাঁদ থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র, বোমা সাদৃশ্য বস্তু ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এগুলো কারা রেখেছে এবং কেন রেখেছে সেসব বিষয় উদঘাটন করা সহ এর সাথে যারা জড়িত রয়েছে দ্রুত তাদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

(ঊষার আলো-এফএসপি)