পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলার আইন-শৃংখলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ দুটি সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি এজাজ শফী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, আবু জাফর সিদ্দিকী রাজু, চিত্তরঞ্জন মন্ডল, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, মেডিকেল অফিসার ডাঃ ইফতেখার বিন রাজ্জাক, প্রকৌশলী হাফিজুর রহমান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, গুদাম কর্মকর্তা শিবুপদ ঘোষ, উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন, জয়ারানী রায়, আলতাপ হোসেন মুকুল, সহকারী শিক্ষা অফিসার ফারুক হোসেন, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, প্যানেল চেয়ারম্যান তাজ উদ্দীন, শফিকুল ইসলাম, কল্যাণী মন্ডল, শিক্ষক ইমরুল কায়েস, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ। সভার শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এছাড়া সভায় চাঁদখালীতে পুলিশ ক্যাম্প স্থাপন, সরল বাজারস্থ শেখ রাসেল স্মৃতি সংসদ কার্যালয় পুনঃস্থাপন, মোবাইলে ভাতার টাকা নিরাপত্ত নিশ্চিতকরণ, সন্ধ্যার পরে কোন ছেলে-মেয়ে বাইরে বের হলেই আইনী ব্যবস্থা গ্রহণ, কিশোর অপরাধ দমন, কেরাম ও জুয়ার আসর বন্ধ, কপিলমুনি বাজার সংলগ্ন প্রধান সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ, বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ, ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ দ্রুত সংস্কার, চলমান উন্নয়ন কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন, পৌরসভায় লবণপানি উত্তোলন বন্ধ, এলাকায় দুর্যোগ ও ঘূর্ণিঝড় সহনীয় বৃক্ষরোপন ও সরল খাঁ দীঘিতে বিনোদন কেন্দ্র স্থাপন সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া জন্ম নিবন্ধন কার্যক্রমে দেশসেরা কৃতিত্ব অর্জন করায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে অভিনন্দন ও দুই সচিবকে পুরস্কার প্রদান এবং জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় ওসি এজাজ শফীকে অভিনন্দন জানানো হয়।
(ঊষার আলো-এমএনএস)