UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছা: ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার আহ্বান

koushikkln
মার্চ ২৭, ২০২১ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাইকগাছার হরিঢালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্ত শেখ বেনজির আহমেদ বাচ্চুর নৌকা মার্কার পক্ষে শনিবার (২৭ মার্চ) বিকালে কর্মী সমাবেশ হরিঢালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আ’লীগ নেতা আব্দুর রশিদ গোলদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাড সোহরাব আলী সানা। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ফরিদ আহমেদ, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ শেখ শহিদ উল্যা, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান টিপু।
বক্তব্য রাখেন আ’লীগ নেতা আনন্দ মোহন বিশ্বাস, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, সরদার মোজাফফর হোসেন, রাজিব গোলদার, সঞ্জয় মজুমদার, প্রবির দত্ত, সুজিত দাশ, বিপ্লব দাশ, নিত্যানন্দ রায়, রুহুল আমিন, সোনা গাজি, কামরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মফিজুল ইসলাম, বাধন, খন্দকার মিজানুর রহমান, রাবেয়া খাতুন প্রমুখ।
নেতৃবৃন্দ সকলকে ঐক্য বদ্ধ ভাবে ১১ এপ্রিল নৌকাকে জয়ি করার আহবান এবং দলের সভানেত্রীর সিদ্ধান্ত অমান্য কারিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।