UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছা পৌরসভার গ্রুপ  ডিসকাশন মিটিং অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা পৌরসভার গ্রুপ ডিসকাশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পের আওতায় শুক্রবার সকালে পৌর ভবনে এ মিটিং অনুষ্ঠিত হয়। মেয়র সেলিম জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন এডিবির সেভগার্ড বিষয়ক পরামর্শক অমর কৃষ্ণ বৈদ্য।

উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজু, নির্বাহী প্রকৌশলী নূর আহমদ, কাউন্সিলর এস এম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, রবী শংকর মন্ডল, আব্দুল গফফার মোড়ল, আসমা আহমেদ, রাফেজা খানম, অহেদ আলী গাজী, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আলাউদ্দিন গাজী, কাজী আজিজুল করিম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি,

অজিত কুমার মন্ডল, ইমান আলী মাষ্টার, এটিএম মনিরুজ্জামান, প্রভাষক এস রোহতাব উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী লিটু শেখ, রোকনুজ্জামান, প্রেসক্লাবের সহ  সভাপতি মোঃ আব্দুল আজিজ ও  সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল। মিটিং এ পৌরসভার অনূকূলে এডিবির বরাদ্দকৃত ১২০ কোটি হতে প্রথম প্যাকেজে গৃহীত ১৩ কোটি টাকার প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের কাজের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।