UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইলট নওশাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে মন্ত্রণালয়

usharalodesk
আগস্ট ২৮, ২০২১ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাস্কাট থেকে ঢাকায় আসার পথিমধ্যে অসুস্থ হয়ে ভারতের নাগপুরে উড়োজাহাজের জরুরি অবতরণ করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম। সেখানেই চিকিৎসাধীন এই পাইলটের উন্নত চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

শনিবার (২৮ আগস্ট) বিমানের অসুস্থ পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের খোঁজ নিয়েছেন প্রতিমন্ত্রী। একই সাথে বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমানের সাথে টেলিফোনে আলাপ করে সহযোগিতার আশ্বাস দেন।

মো. মাহবুব আলী জানান, ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের মত দক্ষ পাইলট একটি প্রতিষ্ঠানের সম্পদ। ঢাকায় ফেরার পথে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় আমরা সবাই চিন্তিত। তার চিকিৎসার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন, পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সার্বক্ষণিক তদারকি করছে।

গত ২৭ আগস্ট মাস্কাট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর শিডিউল ফ্লাইট বিজি ০২২ মোট ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকা আসার পথে এর পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। পরে বিমানের পাইলটকে নাগপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

(ঊষার আলো-আরএম)