UsharAlo logo
সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের ক্রিকেট পরিচালক হলেন আর্থার, সমালোচনায় রমিজ

usharalodesk
এপ্রিল ২১, ২০২৩ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মিকি আর্থার। বর্তমানে তিনি ইংল্যান্ডের কাউন্টি দল ডার্বিশায়ারের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন।

পুরো সময়ের জন্য আর্থারকে পাওয়া যাবে না জেনেও তাকে নিয়োগ দেওয়ায়  পিসিবির বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠির কঠোর সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার রমিজ রাজা বলেন,  নাজাম শেঠি পিসিবির এমন একজন চেয়ারম্যান, যিনি ক্রিকেট বোঝেন না, সম্ভবত ক্লাব ক্রিকেটেও একাদশে সুযোগ পেতেন না। অথচ পিসিবির চেয়ারম্যান হিসেবে মাসে ১২ লাখ টাকা বেতন নেন।

আর্থারকে ফিরিয়ে আনায় সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান কোচ মিসবাহ-উল-হকও।

তিনি বলেছেন, একজন উঁচুমানের পূর্ণকালীন কোচ আমরা খুঁজে পাচ্ছি না-এটা আমাদের ক্রিকেট–ব্যবস্থার ওপর চপেটাঘাত। সেরাদের কেউ আমাদের দলের দায়িত্ব নিতে না চাওয়াটাও লজ্জাকর ব্যাপার। আমরা এমন একজনকে নিয়োগ দিলাম যিনি পাকিস্তানকে দ্বিতীয় বিকল্প হিসেবে দেখছেন।

ঊষার আলো-এসএ