UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

usharalodesk
এপ্রিল ১১, ২০২২ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : প্রতিবেশী দেশ পাকিস্তানের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। ঢাকা চায়, দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক।পাকিস্তানের পরিস্থিতির বিষয়ে ঢাকার অবস্থান জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস  এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের প্রতিবেশীদের মধ্যে যদি স্থিতিশীলতা না থাকে, সেটি নানা কারণে আমাদের ওপর প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের কথা বলা ঠিক হবে না। প্রতিবেশী হিসেবে পাকিস্তানের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা চাই, দেশটিতে শান্তি স্থিতিশীলতা ফিরে আসে।

নানা নাটকীয়তার পর শনিবার রাতে জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। দেশটির ইতিহাসে তিনি প্রথম কোনো প্রধানমন্ত্রী, যিনি পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে হেরে বিদায় নিয়েছে।

পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে আজ সোমবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন বসার কথা রয়েছে। প্রধানমন্ত্রী হওয়ায় লড়াইয়ে ইমরানবিরোধীদের পক্ষে এ পদে লড়ছেন মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ।

অন্যদিকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান ও সদ্য বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিও প্রধানমন্ত্রী হতে লড়ছেন।

ঊষার আলো-এসএ