UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে জরুরি অবতরণ করল ভারতীয় বিমান

ঊষার আলো
মার্চ ১৩, ২০২৩ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাকিস্তানে জরুরি অবতরণ করেছে ভারতের যাত্রীবাহী একটি বিমান। বিমানের একজন যাত্রীর স্বাস্থ্যগত কারণে বিমানটি করাচিতে অবতরণ করে বলে জানা গেছে।সোমবার (১৩ মার্চ) এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস।

খবরে বলা হয়েছে, বিমানটি ভারতের দিল্লি থেকে কাতারের রাজধানী দোহায় যাচ্ছিল। মাঝ আকাশে একজন যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিমানের ক্রু পাকিস্তান এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করে মানবিক কারণে বিমানের জরুরি অবতরণের আবেদন জানায়। আবেদন মঞ্জুর হলে বিমানটি পাকিস্তানের করাচির জিন্নাহ বিমানবন্দরে অবতরণ করে।

যে যাত্রী অসুস্থ হয়ে পড়েন তিনি নাইজেরিয়ার নাগরিক আব্দুল্লাহি। বিমান অবতরণের পর চিকিৎসকরা ওই যাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করেন। চিকিৎসকরা জানান, উড্ডয়নকালেই (আকাশে) তার মৃত্যু হয়েছে। কিন্তু সঠিক কী ধরনের অসুস্থতায় ওই যাত্রীর মৃত্যু হয়েছে খবরে তা জানানো হয়নি।সবশেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পর বিমানটি পুনরায় দোহায় রওনা দেয়।

ঊষার আলো-এসএ