UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে টিএলপি’র সমর্থকদের দ্বারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ী ঘেরাও

ঊষার আলো
এপ্রিল ২০, ২০২১ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদের বাড়ী ঘেরাও করে গত সোমবার বিক্ষোভ করেছে নিষিদ্ধ দল তেহরিক-ই-লাব্বাইকের (টিএলপি) বিপুল সংখ্যক সমর্থক। এতে টিএলপি সমর্থকদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের ফলে ৩ জন নিহত ও অনেকেই আহত হন।

বিক্ষোভে অংশ নেওয়া এক আইনজীবী জানান, ‘লাহোরে টিএলপি সমর্থকদের ওপর পুলিশের যেসব সদস্যরা হামলা চালায়, তাদের সবাইকে বরখাস্ত করা দরকার। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই।’

আরও একজন নারী বিক্ষোভকারী জনান, ‘লাহোরের এতিমখানা এলাকায় নিষ্পাপ মানুষের উপর সরাসরি গুলি করা হয়েছে। এনাদের মধ্যে অনেকেই নামাজ পড়ছিলেন। এমন ঘটনার বিরোধিতা করছি আমরা।’

উল্লেখ্য, পাকিস্তানের এক উগ্রপন্থী ধর্মীয় গোষ্ঠী টিএলপি, সারা দেশে তাদের ব্যাপক অনুসারী রয়েছে। পাকিস্তান তাদের সমাজের উগ্রপন্থীদের জন্য চরম মূল্য দিয়ে আসছে। গত ১২ এপ্রিল লাহোরে টিএলপি নেতা সাদ হুসাইন রিজভি আটক হওয়ার পর পরই সহিংস অবস্থানে যায় টিএলপি’র সমর্থকরা। এই পরিস্থিতিতে গত ১৫ এপ্রিল টিএলপিকে নিষিদ্ধ করে পাকিস্তানের মন্ত্রিসভা।

(ঊষার আলো-এফএসপি)