UsharAlo logo
শনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে বায়ুদূষণ রোধে বিয়ের অনুষ্ঠান বন্ধের প্রস্তাব

usharalodesk
নভেম্বর ১৬, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: বায়ুদূষণের কারণে পাকিস্তানের পাঞ্জাবে স্কুল বন্ধ, সরকারি অফিসে অর্ধেক কর্মীকে অনলাইন মোডে স্থানান্তর এবং ভারী যানবাহন চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

এ সময় অ্যাডভোকেট জেনারেল আরও বলেন, সরকার ধোঁয়া মোকাবিলায় সব জেলায় টাস্কফোর্স গঠন করেছে। ৯ নভেম্বর থেকে সরকার ১০০টি বাস তুলে নিয়েছে।

আইকিউএয়ারের তথ্য বলছে, বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু রয়েছে লাহোরে। ভারতের নয়াদিল্লি এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কিনশাসা যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।

ঊষার আলো-এসএ