ঊষার আলো ডেস্ক : পাকিস্তানে পৃথক হামলায় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অন্তত ৬ সদস্য নিহত হয়েছে। এদিকে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী গাড়িতে বোমা হামলায় ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ অক্টোবর) দিবাগত রাতে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ২ জন দেশটির সামরিক বাহিনীর সদস্য ও অপর ২ জন পুলিশ কর্মকর্তা। এখনও কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।
পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে নিরাপত্তা চৌকিতে ২টি হামলাসহ ৩টি পৃথক হামলায় ওই সদস্যরা নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনী জানায়, পাকিস্তানে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সহিংসতার ঘটনা বেড়েই চলেছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর জেলায় বিস্ফোরক হামলা চালিয়ে অন্তত ৪ জনকে হত্যা করা হয়েছে।
(ঊষার আলো-আরএম)