পাকিস্তান দল নিয়ে বাজি ধরা খুব একটা সহজ কিছু নয়। খুব কঠিন কোনো সমীকরণের ম্যাচ এরা সহজেই জিতে যেতে পারে। আবার পণ্ড করে দিতে পারে একেবারে সহজ মনে হওয়া ম্যাচ। তাইতো পাকিস্তানের নামের পাশে জুড়েছে ‘আনপ্রেডিক্টেবল’ শব্দটি। সেই কথাই একটু সাহিত্যের ছলে বলেছেন দলটির সাবেক ব্যাটার কামরান আকমল।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যখন ঘণ্টা কয়েক বাকি তখন পাকিস্তানের জোড়ালো সমালোচনা করেছেন আকমল। আট জাতির আসরে পাকিস্তানকে নিয়ে স্বপ্নও দেখছেন না। তার কাছে মনে হচ্ছে, এমন বাজে দল নিয়ে মোহাম্মদ রিজওয়ানরা বড়জোর সেমিফাইনাল যেতে পারবে। অন্যথায় শুরুতেই ফিরবে। তবে পাকিস্তানের সাবেক ব্যাটার পারেননি দলকে প্রেডিক্ট করতে।
সেটিই ভারতের গণমাধ্যম হিন্দুস্থান টাইমসকে বলেছেন আকমল, ‘পাকিস্তানের দলটা এমন, চললে চাঁদে পৌঁছে যাবে। না চললে দৌড় দ্রুতই থামবে।’ কথাটির ব্যাখাও দিয়েছেন সাবেক তারকা, ‘আমাদের দলে বিস্তর ফাঁকফোকর রয়েছে। বোলিং বিভাগে অনেক সমস্যা রয়েছে। দলে স্পিনার নেই বললেই চলে। ওপেনাররা ফর্মে নেই। আমি জানি না এমন দল বাছার পিছনে অধিনায়ক ও নির্বাচকদের কী ভাবনা ছিল?’
মূলত পাকিস্তানের স্কোয়াডই পছন্দ হয়নি আকমলের। তাই নিজের পছন্দের শেষ চারে রাখেনি স্বাগতিক এবং স্বদেশ পাকিস্তানকে, ‘পাকিস্তানের আরও ভালো দল বেছে নেওয়া উচিত ছিল। আমার মনে হয় ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠবে। অস্ট্রেলিয়াকে হিসাবে রাখা মুশকিল। কেননা চোটের জন্য ওদের সেরা ৫ জন ক্রিকেটার নেই।’
আকমল মনে করেন, পাকিস্তান পুরো আসরে সব বিভাগে ধুঁকবে। এবং ফাইনাল খেলবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে কে, সেই প্রশ্নেও আকমল এগিয়ে রেখেছেন রোহিত শর্মাদের।
ঊষার আলো-এসএ