UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান মদদ দিচ্ছে তালেবানকে : মার্কিন সিনেটর

ঊষার আলো
এপ্রিল ১৬, ২০২১ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : আফগানিস্তানে তালেবানকে মদদ দিচ্ছে পাকিস্তান এমন মন্তব্য করেছেন মার্কিন সিনেটর জ্যাক রিড। দাবি হচ্ছে, নিজের কাজ হাসিল করার জন্য তালেবান এবং আমেরিকা উভয় পক্ষের সাথেই তাল মিলিয়ে কাজ করছে পাকিস্তান। বৃহস্পতিবার মার্কিন সংসদের উচ্চকক্ষে পাকিস্তানি সেনাবাহিনী এবং গুপ্তচর সংস্থা আইএসআইয়ের স্বরূপ প্রকাশ করেন সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান জ্যাক রিড। তিনি জানান, আফগানিস্তানে তালেবানের সাফল্যের প্রধান কারণ হলো পাকিস্তানের মদদ। এই জঙ্গি সংগঠনটির জন্য পাকিস্তানের তৈরি করা অভয়ারণ্যগুলো ধ্বংস করতে পারেনি আমেরিকা। তিনি আরো জানান, আফগান স্টাডি গ্রুপের মতে সন্ত্রাসবাদের অস্তিত্ব রক্ষা এবং প্রসারের জন্য অভয়ারণ্যগুলো অত্যন্ত জরুরি।

তালেবানকে মদদ দিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। তবে সুযোগ বুঝে নিজেদের স্বার্থসিদ্ধি করতে সময়ে সময়ে আমেরিকার সাথেও সহযোগিতা করেছে তারা। মার্কিন আর্থিক মদদে তৈরি হওয়া পরিকাঠামো এবং আকাশসীমা জঙ্গিদের ব্যবহার করার সুযোগ করে দিয়েছে পাকিস্তান। দুইদিকেই নিজের কাজ হাসিল করার জন্য তাল মিলিয়েছে দেশটি। এটা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক।

(ঊষার আলো-আরএম)