UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ

usharalodesk
এপ্রিল ১০, ২০২১ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : আবারও কঠোর লকডাউনের খবরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে কয়েক গুণ। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ফেরিতে গাদাগাদি করে ঘরে ফিরছেন মানুষ।
ঘাট কর্তৃপক্ষ বলেন, আজ ১০ এপ্রিল শনিবার ভোর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সব ফেরি চলাচল করছে। সামাজিক দূরত্বের কোনো বালাই নেই ঘাট এলাকাতে। প্রতিটা ফেরিতে গাদাগাদি করে পার হচ্ছেন মানুষ। এ ছাড়াও ছোট ও মাঝারি যানবাহনে কয়েক গুণ বেশি ভাড়া গুনে ঘাটে আসছেন মানুষ।
কঠোর লকডাউনের খবরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপও বাড়ছে। স্বাস্থ্যবিধি মানাতে কোনো কর্তৃপক্ষকেই ঘাট এলাকায় দেখা যাচ্ছে না। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে মোট ২০টি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের এ জি এম জিল্লুর রহমান বলেন, যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। এ ছাড়া আর কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি তিনি।

(ঊষার আলো- এম.এইচ)