UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাঠ্যবইয়ের চাহিদা তৈরিতে তথ্য চাইল ডিপিই

ঊষার আলো
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা অফিস : আগামী ২০২৪ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা তৈরিতে সরকারি-বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। এই তথ্য ২৮ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এতে সই করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (আইএমডি) মোহাম্মদ মিজানুর রহমান।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২৪ সালের পাঠ্যপুস্তকের সংখ্যা নির্ধারণ করতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এজন্য উন্মুক্ত করা হয়েছে ডাটা এন্ট্রির কাজ। পাঠ্যপুস্তকের চাহিদা তৈরিতে সবপর্যায়ের বিদ্যালয় থেকে তথ্য আপডেটের বিষয়টি নিশ্চিত করা জরুরি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৮ ফেব্রুয়ারির মধ্যে বিদ্যালয় থেকে অনলাইনে ডাটা আপডেটের বিষয়টি নিশ্চিত করতে দেশের সব উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।