UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাত্র পছন্দ হয়নি, ডেকে নিয়ে গলায় ছুরি চালালেন কনে!

pial
এপ্রিল ২০, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাত্র পছন্দ করেছিলেন মা-বাবা। আগামী মাসে ঠিক করা হয় বিয়ের অনুষ্ঠান।

আর এর মধ্যেই হবু বরকে চমকে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গিয়ে গলায় চুরি চালালেন বিয়েতে নারাজ কনে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) ভারতের অন্ধ্র প্রদেশে এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানায়।

অন্ধ্র প্রদেশের সেই তরুণীর নাম পুষ্পা (২২)। আর আহত ব্যক্তি রামু নাইডু। আর তিনি কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (সিএসআইআর) একজন বিজ্ঞানী।

অন্ধ্র প্রদেশ পুলিশ জানায়, ছুরির আঘাতে রামুর গলায় গভীর এক ক্ষত সৃষ্টি হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা যায়, মা-বাবার পছন্দের পাত্র রামুকে বিয়ে করতে আগে থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন পুষ্পা। কিন্তু তার পরিবার এ আপত্তির কথা কানে তোলেননি।

জানা যায়, রামুর সঙ্গে দেখা করার আগে পুষ্পা ৩টি ছুরি কিনেছিলেন।
স্থানীয় একটি পাহাড়ের চূড়ায় রামুকে ডেকে নিয়ে তার গলায় ছুরিকাঘাত করেন পুষ্পা ছুরিকাঘাতের পর হবু বরকে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যান তিনি।

অন্ধ্র প্রদেশ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা এস গৌতমী জনান, পুষ্পার বিরুদ্ধে এর আগে অপরাধমূলক কোনো কাজের অভিযোগ থানায় নেই।

সূত্র: এনডিটিভি

(ঊষার আলো-এফএসপি)