UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাথরঘাটায় দু’টি চিত্রা হরিণের চামড়া উদ্ধার

ঊষার আলো
জানুয়ারি ২৪, ২০২৩ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে দু’টি চিত্রা হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের হরিণঘাটা খাল সংলগ্ন এলাকা থেকে চামড়া দু’টি জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাফায়াত আবরার জানান, হরিণঘাটা খাল হয়ে একটি প্লাস্টিকের বস্তায় করে কিছু অবৈধ জিনিস নিয়ে যাওয়া হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে ওই বস্তা খুলে তাতে দু’টি চিত্রা হরিণের চামড়া পাওয়া যায়। তবে এসময় হরিণের চামড়া পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।তিনি আরও বলেন, জব্দ করা হরিণের চামড়া আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঊষার আলো-এসএ