UsharAlo logo
রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পাবনায় ২ ভূয়া ডিবি আটক

ঊষার আলো
এপ্রিল ১২, ২০২১ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাবনায় গোয়েন্দা পুলিশ(ডিবি) পরিচয় দিয়ে সাধারণকে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি ও অসহায় গরীব পরিবারের শিক্ষিতকদের টার্গেট করে চাকরি দেয়ার কথা বলে প্রতারণা করাই ছিলো তাদের কাজ। সোমবার (১২এপ্রিল) পাবনা ডিবি পুলিশের একটি টিম দিনব্যাপী অভিযান পরিচালনা করে হাতেনাতে আটক করেন তাদের। তাদের তথ্য মতে প্রতারক চক্রের মুল হোতার বাসায় অভিযান করেন ডিবি। অভিযানে তাদের কাছ থেকে র‍্যাবের পোশাক পরিহিত ছবি,বিভিন্ন চাকরি প্রার্থীর কাগজ পত্র,পেনড্রাইভ ও মোবাইল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, ফরিদপুর থানার খেতাভাগা গোয়ালগাঁও গ্রামের কোরবান আলীর ছেলে এবং জেলার আমিনপুর থানার সৈয়দপুর দত্বপাড়া গ্রামের মৃত ছগির উদ্দিনের ছেলে হাসেম আলী। পুলিশ সুপার মহিবুল ইসলাম জানান, আটক দুই প্রতারক চক্র পাবনা জেলার বিভিন্ন এলাকায় ডিবি পরিচয়ে প্রতারণা করে আসছিলো এমন তথ্যর ভিত্তিতে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে নামেন। দুই দিনের অভিযানে গোয়েন্দা পুলিশ নিজেই চাকরি প্রার্থী হয়ে তাদেরকে হাতে নাতে আটক করেন। আটকের পর স্বীকার করেন তারা বিভিন্ন সময় ডিবি অফিসার পরিচয় দিয়ে নিরীহ মানুষদের নিঃস্ব করেছে। এই সংক্রান্ত বিষয়ে প্রতারকদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)