UsharAlo logo
রবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে সে দেশ মানচিত্র থেকে মুছে যাবে: পুতিন

pial
ডিসেম্বর ১১, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কোনো দেশ রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে সে দেশ পৃথিবীর মানচিত্র হতে মুছে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ খবর জানান কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পুতিন বলেন, প্রতিকারের জন্য যুক্তরাষ্ট্রের মতো রাশিয়ার প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই। রাশিয়ার অগ্রসর প্রযুক্তিসম্পন্ন (অ্যাডভ্যান্সড) অস্ত্র (হাইপারসনিক ক্ষেপণাস্ত্র) আছে, যা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।
আর আক্রমণের শিকার হলে রাশিয়া শক্তি প্রয়োগ করতে পারবে।

তিনি বলেন, ইউক্রেনে ‍যুদ্ধের জন্য অতিরিক্ত কোনো সৈন্য সংযোজনের প্রয়োজন নেই। ইতোমধ্যে দেড় লাখ সেনা তালিকাভুক্ত করা হয়েছে, তাদের এখনও ফ্রন্টলাইনে পাঠানো হয়নি।

এদিকে, আল জাজিরার খবরে বলা হয়েছে, পুতিন বারবার বলছেন, সামরিক খসড়াকরণ সম্পন্ন হয়েছে। কিন্তু সেনা সংযুক্তকরণ সমাপ্ত ঘোষণা করে ক্রেমলিন এখনও নির্দেশনা জারি করেনি।

(ঊষার আলো-এফএসপি)