UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি স্থাপন কাজের উদ্বোধনে প্রধানমন্ত্রী

usharalodesk
অক্টোবর ১০, ২০২১ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম নিউক্লিয়ার রি-অ্যাক্টর ভেসেল বা পারমাণবিক চুল্লি পাত্র স্থাপন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১০ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চুল্লির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ ও প্রকল্পের বাংলাদেশি ও রাশিয়ান কর্মকর্তারা।

এই চুল্লি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এতেই মূল জ্বালানি বা ইউরেনিয়াম থাকবে। এই চুল্লি স্থাপনের বিষয়টি বাস্তবায়নাধীন প্রকল্পের আরেকটি মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। রাশিয়ায় এই পারমাণবিক চুল্লি নির্মিত হয়েছে । ভিভিআর-১২০০ মডেলের এ রি-অ্যাক্টরে পরমাণু জ্বালানি পুড়িয়ে মূল শক্তি উৎপাদন হবে। ১ হাজার ২শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

জানা গেছে, ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ১ম ইউনিটটির নির্মাণকাজ আগামী ২০২৩ সালের মধ্যে শেষ হবে। এ ইউনিট প্রতিদিন ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। আগামী ২০২৪ সালের শুরুতে এতে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। সমান সক্ষমতার ২য় ইউনিট একই বছরের শেষ দিকে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারবে।

(ঊষার আলো-আরএম)