ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিক সফরে দুর্গাপুরে যান, সেখানে অনুষ্ঠান সভামঞ্চে মোদির পাশে ছিলেন বিজেপির বড় নেতারা, সঙ্গে ছিলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও।
সেই অনুষ্ঠান মঞ্চে বক্তব্য শেষ করে নিজে থেকে উঠে মিঠুনের দিকে এগিয়ে যান নরেন্দ্র মোদি। দুজনে হাসিমুখে হাত মেলান। আর বিদায় জানানোর মুহূর্তেই ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা। মিঠুন চক্রবর্তী আচমকাই মোদির পা ছুঁয়ে প্রণাম করতে এগিয়ে যান।
কিন্তু সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী তার কাঁধে হাত রেখে বাধা দিলেন। তিনি হাতের ইশারায় বুঝিয়ে দিলেন, তিনি এটা চান না। বরং পরম স্নেহে মিঠুনকে বুকে জড়িয়ে ধরলেন। এ সৌজন্যে মুগ্ধ হয়ে গেছে অনেকেই।
এদিকে অভিনেতার বয়স মোদির থেকে কয়েক মাস বেশি। দুজনেরই জন্ম ১৯৫০ সালে। তবে মিঠুনের জন্ম জুনে, আর মোদির সেপ্টেম্বরে। বয়সে ছোট প্রধানমন্ত্রীর প্রতি এমন শ্রদ্ধা দেখানো কি নিছক সম্মান, না কি রাজনৈতিক সৌজন্য—তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।
ঊষার আলো-এসএ