UsharAlo logo
শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পিএসএলের কারণে বদলে যাচ্ছে লাহোরে স্কুলের সময়

ক্রীড়া ডেস্ক
এপ্রিল ৫, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) উপলক্ষে লাহোরের সরকারি ও বেসরকারি স্কুলগুলোর সময়সূচিতে পরিবর্তন এনেছে পাঞ্জাব সরকার। লাহোরের সব স্কুল ২১ এপ্রিল পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। এই সময়ে স্কুলগুলো সকাল ৭টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে।

পিএসএল মাঠে গড়াতে বাকি মাত্র এক সপ্তাহ। ৬ দলের জমজমাট এক টুর্নামেন্টের ফাইনালসহ বেশিরভাগ ম্যাচ হবে লাহোরে। আর এতেই অদ্ভুত এক সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার। মূলত পিএসএলের ম্যাচগুলো বিকেল ও সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরা যাতে ম্যাচ উপভোগ করতে পারে এবং শহরের যানজট এড়ানো যায়, সে জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

লাহোর, রাওয়ালপিন্ডি, মুলতান ও করাচিতে হবে পিএসএলের ম্যাচগুলো। ২৪ এপ্রিল থেকে ১৮ মে এর মধ্যে লাহোরে আছে পিএসএলের ম্যাচ। ১৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই হবে এবারের ফাইনাল।

ম্যাচের দিন স্কুল চলবে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। স্কুল ছুটি হয়ে গেলে রাস্তায় ভিড় কিছুটা কমবে বলেই আশা করা হচ্ছে। এছাড়া টিম বাস হোটেল থেকে ভেন্যুতে যাওয়ার সময় বন্ধ থাকে কিছু রাস্তা। স্কুল ওই সময়ে ছুটি হলে যানজট বাড়ার সম্ভাবনা রয়েছে। স্কুলের শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ম্যাচ দেখতে পারে, সূচি পরিবর্তনের এটাও আরেকটা কারণ।

১১ এপ্রিল ইসলামাবাদে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের পিএসএলের। ১৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের ফাইনাল। ৬ দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৩৪টি।

ঊষার আলো-এসএ