UsharAlo logo
শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিকআপ-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

pial
জুন ৮, ২০২২ ৭:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : জয়পুরহাটে পিকআপ-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। নিহত ২ জনই অটোভ্যানের যাত্রী ছিলেন। মঙ্গলবার (৭ জুন) রাতে ক্ষেতলাল উপজেলার মোলামগাড়ী-দুপচাঁচিয়া সড়কের শিবপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, জেলার ক্ষেতলাল উপজেলার শিবপুর পূর্বপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে সাহাদুল ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিদ্দিপুর গ্রামের মদন কামারের ছেলে শ্যামল বৈরাগী। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন ইয়াজদানী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত শাহাদুল ও শ্যামল একটি অটোভ্যানে মধুপুকুর এলাকা থেকে শিবপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার শিবপুর এলাকায় দুপচাঁচিয়াগামী পিকআপের সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তারা মারা যান।

ওসি আরো বলেন, দুর্ঘটনার পরপরই পিকআপসহ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

(ঊষার আলো-এসএইস)