পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : সর্ববৃহৎ ক্রিকেট আসর পাইকগাছা প্রিমিয়ার লীগ (পিপিসিএল) ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় বীর নিবাস ক্রিকেট একাদশকে ৭ উইকেটে পরাজিত করে পৌরসভা কিংস ক্রিকেট একাদশ সেমিতে খেলা নিশ্চিত করেছে।
সোমবার (১৮জুলাই) দুপুরে পাইকগাছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করে বীর নিবাস ১৯ ওভার ২ বলে ১২৭ রান করে অল আউট হয়ে যায়। জবাবে পৌরসভা কিংস একাদশ ১৬ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে ১৩০ রান করে। ২৯ রান ও ৩ উইকেট নিয়ে পৌরসভার হুমায়ুন ম্যান অফ দ্যা ম্যাচ হয়। এর আগে সকালে সাধুখাঁ আইচ ফ্যাক্টরী ক্রিকেট একাদশকে ১০ রানে পরাজিত করে উপজেলা টাইটান্স ক্রিকেট একাদশ জয়লাভ করে। প্রথমে ব্যাট করতে নেমে উপজেলা একাদশ ১৯ ওভার ২ বলে ১৪৮ রান করে অল আউট হয়। জবাবে সাধুখাঁ ক্রিকেট একাদশ ১৯ ওভার ১ বলে ১৩৮ রান করে অল আউট হয়ে যায়। ৩৮ রান ও ৩ উইকেট নিয়ে উপজেলা একাদশের জাকির হোসেন ম্যান অফ দ্যা ম্যাচ হয়। আগামী বুধবার সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সেমিতে লস্কর লায়ন্স ক্রিকেট একাদশ ও পৌরসভা কিংস ক্রিকেট একাদশ এবং উপজেলা টাইটান্স ক্রিকেট একাদশ ও মরিয়ম ট্রেড কর্পোরেশন ক্রিকেট একাদশ মুখোমুখি হবে।
প্রথম রাউন্ডের শেষ খেলায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, বৈজ্ঞানিক কর্মকর্তা আবু নাসের, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, কাউন্সিলর রবি শংকর মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি ও মইনুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন, আশরাফুজ্জামান টুটুল, রাকিব, সেলিম, বাশারুল ইসলাম বাচ্চু, তাপস ও তুফান। খেলা পরিচালনা করেন, আম্পায়ার জিএম মহাসিন আলী, বাবলু ও শেখ মারুফুল হক।