পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে রবিবার (০৯ মে) খরিপ-১ মৌসুমে এসএসিপি প্রকল্পের আওতায় শাক সবজি চাষের উপর কৃষক কৃষানি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলার পাঁচটি ইউনিয়নের বাছাই করা ৩০জন কৃষক-কৃষানিদের নিয়ে করোলা ও চালকুমড়া উৎপাদন প্রযুক্তি ও বালাই ব্যবস্থাপনার উপর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আফতাব উদ্দীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ পরিচালক কৃষিবিদ চিন্ময় রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা পবিত্র কুমার রায় প্রমুখ।