UsharAlo logo
বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরের কাউখালীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ঊষার আলো
এপ্রিল ২, ২০২১ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে মোঃ আবু বকর সিদ্দিক (২১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, শুক্রবার (২ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আবু বকর সিদ্দিক তাঁর নিজ বাসায় গিয়ে সবার অজান্তে জানালার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে বাসার লোকজন দেখতে পেয়ে তাঁকে নামিয়ে দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলার আসপর্দ্দি গ্রামের নজরুল ইসলামের ছোট ছেলে ছিলেন আবু বকর। প্রায় দেড় বছর আগে বিয়ে করেন আবু বকর সিদ্দিক। এ আত্মহত্যার বিষয়ে তাঁর পরিবারের লোকজন কিছু বলতে পারেননি।
কাউখালী থানা অফিসার ইনচার্জ মো.নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঊষার আলো-এমএনএস)