UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরের কাউখালীতে পৈত্রিক সম্পত্তি ফিরে পেল ২৫ বছর পর

usharalodesk
মে ৫, ২০২১ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে ২৫ বছর পরে থানা পুলিশ ও স্থানীয় শালিশ বৈঠকের মাধ্যমে পৈত্রিক সম্পত্তি ফিরে পেল ভুক্তভোগী ধীরেন তালুকদারের পরিবার। জানা গেছে, উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের মৃত মনীন্দ্র তালুকদারসহ তার দুই ভাই তাদের সম্পত্তি ১৯৯৫-৯৬ সালে ৬৯ শতাংশ জমি থেকে ৫৮ শতাংশ জমি নিলতী গ্রামের লতিফ খানের ছেলে খোকন খান ও আবদুল গনির কাছে বিক্রি করে। উক্ত জমির বাকি ১১ শতাংশসহ তখন খোকন খান তার ক্রয়কৃত জমির সাথে বিক্রেতা মনীন্দ্র তালুকদার গংদের ওই দাগের সকল জমি ভোগদখল করতে থাকে। সম্প্রতি বিষয়টি মনীন্দ্র তালুকদার ও তার ভাইদের পুত্ররা তাদের বাবার বিক্রয়কৃত জমি বাদ দিয়ে বাকি জমি ফেরত পাওয়ার জন্য এলাকার গণ্যমান্যদের স¦রনাপন্ন হন। বুধবার (৫ মে) এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ শালিস-মিমাংসার মাধ্যমে উক্ত জমির ওয়ারিশ ধীরেন তালুকদার, কমলেশ তালুকদার, সান্টু দাস, লিটন তালুকদারের নিকট তাদের প্রাপ্য জমি বুঝিয়ে দেন।

(ঊষার আলো-এমএনএস)