মীর জিয়া, পিরোজপুর : মাক্স পড়ার অভ্যাস করুন কোভিড মুক্ত বাংলাদেশ গড়–ন এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের সকল থানা পুলিশের উদ্যোগে রবিবার (২১ মার্চ) করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় একযোগে দেশব্যাপী জনগনকে সচেতন করার লক্ষ্যে মাস্ক ব্যবহার করার জন্য সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়। এর অংশ হিসাবে জেলার বিভিন্ন থানায় র্যালী অনুষ্ঠিত হয় র্যালিগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা অডিটরিয়ামে এসে শেষ হয়। এ সময় সাধারণ মানুষকে করোনা থেকে রক্ষার জন্য শতভাগ মাক্স ব্যবহার এবং শাবান পানি ধোয়ার জন্য সচেতনামূলন লিফলেট বিতরণ করেন পুলিশ কর্মকর্তারা।