UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের চীন-বাংলাদেশ মৈত্রী সেতুতে শ্রমিক আহত

ঊষার আলো
এপ্রিল ২৩, ২০২১ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : কাউখালীতে বরিশাল-খুলনা মহাসড়কের কচাঁ নদীতে নির্মাণাধীন বেকুটিয়া চীন-বাংলাদেশ মৈত্রী সেতুর বেকুটিয়া অংশে পিলারের উপরে নির্মাণ কাজ করার সময় পড়ে গিয়ে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। জানা গেছে, ঐ শ্রমিকের নাম মোঃ তুহিন হোসেন (২৫) তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ। সে নির্মাণাধীন বেকুটিয়া সেতুতে দীর্ঘদিন যাবৎ লোহার নির্মাণ শ্রমিকের কাজ করেছিলেন। শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে সেতুর বেকুটিয়া অংশের ৭নং পিলারের উপরে কাজ করার সময় পা ফসকে নিচে পড়ে এতে পিলারের নিচে থাকা স্থাপনায় আঘাত পেয়ে তার হাত পা কোমরসহ বিভিন্ন অংশ ভেঙে অজ্ঞান হয়ে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনার হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনার সংবাদ পেয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এবং কাউখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(ঊষার আলো-এমএনএস)