UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরের স্বরূপকাঠিতে বজ্রপাতে স্বামী স্ত্রীর মৃত্যু

ঊষার আলো
জুন ৭, ২০২১ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃজিয়াদুল হক, পিরোজপুর : পিরোজপুরের স্বরূপকাঠির পূর্ব গুয়ারেখা গ্রামে বজ্রপাতে আবুল কালাম (৫৫) ও জাহানারা বেগম (৫০) নামে এক দম্পত্তির মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) দুপুরে ছাগল রাখার ঘরে পলিথিন টানাতে গিয়ে ওই দম্পত্তির মৃত্যু হয়েছে। গুয়ারেখা ইউপিচেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর জানান, প্রচন্ড ঝড়ের মধ্যে বজ্রপাতে স্বামী ও স্ত্রী গুরুতর আহত হওয়ার পর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কলাখালী বাজারের পল্লী চিকিৎসক সজলের কাছে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। দরিদ্র কৃষক পরিবারের চার সন্তানের জনক জননীর এক সাথে মৃত্যু হওয়ায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। আবুল কালাম ওই গ্রামের মৃত আঃ কাদেরের পুত্র।

(ঊষার আলো-এমএনএস)