UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরে অজ্ঞাত যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার

koushikkln
জুন ১৪, ২০২১ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীর কচাঁ নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, সোমবার (১৪ জুন) দুপুরে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার কালাইয়া গ্রামের কঁচা নদীতে এক যুবতীর বিবস্ত্র লাশ ভাসতে দেখে এলাকাবাসী ইন্দুরকানী থানা পুলিশকে জানায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের বয়স আনুমানিক ২১-২২ বছর হবে।
ইন্দুরকানী থানার ওসি মো: হুমায়ূন কবির জানান, কচাঁ নদী থেকে এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ৯-১০ দিন আগে ওই তরুণীকে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।