UsharAlo logo
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে দাবি আদায়ের লক্ষ্যে কর্ম বিরতী পালন

পিরোজপুর প্রতিনিধি
মে ৬, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতী দিবস পালন করেছেন। গতকাল ৫ মে রবিবার সকাল থেকে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারী পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ ও অভিন্ন সার্ভিসের কোড বাস্তবায়িত হলে অবসরকালীন পিআরএল সুবিধা, অর্জিত ছুটি বিক্রি,অন্যান্য বিতরন সংস্থার ন্যায় চাকুরীর অবসারকালীন শতভাগ আর্থিক সুবিধাদী বাস্তবায়নের লক্ষে এ কর্মবিরতী দিবস পালন করে।

এসময়ে বক্তারা বলেন সরকার কর্তৃক ঘোষিত বিভিন্ন আর্থিক সুবিধাদী হতে বঞ্চিত হতে না হয়, যোগ্যতা অনুযায়ী সরকারের সর্বোচ্চ বেতন গ্রেড ভোগ করা, যানবাহন সুবিধা, সরকারী গৃহ নির্মান ঋণ ইত্যাদি সুবিধা আদায়ে আমরা এ আন্দোলন চালিয়ে যাব।

এতে বক্তব্য রাখেন সহকারী জুনিয়ার ইঞ্জিনিয়ার মোঃ নাফিউল ইসলাম, সহকারী জুনিয়ার ইঞ্জিনিয়ার জান্নাত ইসলাম, লাইন টেকনিশিয়ান শিবেন মজুমদার, লাইন টেকনিশিয়ান মোঃ কামাল হোসেন, লাইন টেকনিশিয়ান খন্দকার দিদার হোসেন, লাইন টেকনিশিয়ান মোঃ মাহাবুব হোসেন, লাইন টেকনিশিয়ান ইসলাম হাওলাদার, লাইনম্যান গ্রেড১ মোঃ শহিদুল ইসলাম, এইচ টি বিশ্বজিৎ রায়, বিলিং সুপার ভাইজার ইতু রানী দেবনাথ, বিলিং সহকারী কামনা খানম, মিটার ডিডার মিজানুর রহমানপ্রমুখ।