ঊষার আলো ডেস্ক : দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে এবং বর্তমান দেশের পরিস্থিতিতে রংপুরের পীরগাছার উপজেলাবাসীর প্রাণিজ প্রোটিনের চাহিদা নিশ্চিতকরণে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ভ্রাম্যমাণ মাছ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) দুপুুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল
আরেফীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা এনামুল হক, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খাঁন প্রমুখ।
আগামী ১৪ এপ্রিল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম-পাড়া- মহল্লায় ভ্রাম্যমাণ বাহনে মাছ বিক্রয় করা হবে বলে জানা গেছে।
(ঊষার আলো-এমএনএস)