বিতর্ক পিছু ছাড়ছে না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নাকি কোভিডের সময় নিজেদের সরবারহ কম থাকা সত্ত্বেও পুতিনের কাছে কোভিড পরীক্ষার মেশিন পাঠিয়েছিলেন।
প্রবীণ ওয়াটারগেট রিপোর্টার বব উডওয়ার্ডের একটি নতুন বইয়ে ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।
এই অভিযোগের তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসন বলেছে, এটা ” মন গড়া গল্প”, এর কোনটিই সত্য নয়। ট্রাম্প প্রচারণার মুখপাত্র স্টিভেন চেউং বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, “সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তাকে এই বইয়ের জন্য একেবারেই কোনও অ্যাক্সেস দেননি।” এসময় বইটিকে তিনি আবর্জনা হিসেবে উল্লেখ করেন।
মার্কিন মিডিয়ার প্রতিবেদন অনুসারে, ওয়ার শিরোনামের বইটিতে এমন একটি দাবিও রয়েছে যে ট্রাম্প অফিস ছাড়ার পর থেকে গোপনে পুতিনের সাথে যোগাযোগ রেখেছেন।
উডওয়ার্ড তার বইয়ে লিখেছেন, ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর থেকে পুতিনের সঙ্গে ‘সম্ভবত সাতবার ফোনে কথা হয়েছে।’
নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, বইটিতে এমন একটি দৃশ্যের বর্ণনা দেওয়া হয়েছে যেখানে ট্রাম্পের একজন সহযোগীকে ট্রাম্পের কার্যালয় থেকে বের করার নির্দেশ দেওয়া হয়েছিল যাতে প্রাক্তন প্রেসিডেন্ট পুতিনের সাথে ফোনে কথা বলতে পারেন।