UsharAlo logo
শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের এসআই আলী আকবারের ৩ বছরের কারাদণ্ড

koushikkln
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক:  খুলনায় আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) মো: আলী আকবর শেখকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এ রায় প্রদান করেন। এসময় পুলিশ কর্মকর্তা আলী আকবার শেখ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষনার পর তাকে কারাগারে নেওয়া হয়। দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাড. খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন। আলী আকবার শেখ সর্বশেষ মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। ২০১৬ সালের ২২ মার্চ পুলিশ কর্মকর্তা আলী আকবারের বিরুদ্ধে এক কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদক জেলা সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক মাহাতাব উদ্দিন। খুলনা থানার মামলা নং- ২৫ (তাং ২২/০৩/১৬)। মামলার তদন্ত শেষে আলী আকবারকে অভিযুক্ত করে ২০১৭ সালের ২০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক নাজমুল হাসান।

ঊআ-বিএস