UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পূর্ণকালীন প্রধান কোচের দায়িত্বে জয়াসুরিয়া

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ৭, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ক্রিস সিলভারউড চাকুরী ছাড়ার পর শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান দেশটির সাবেক ক্রিকেটার সনাৎ জয়সুরিয়া। তার অধীনে দল ভালো করায় অন্তর্বর্তীকালীন থেকে এবার পূর্ণকালীন প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

সোমবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে জয়াসুরিয়ার সঙ্গে নতুন চুক্তি করার বিষয়টি জানিয়েছে এসএলসি। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত লঙ্কানদের প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে দেশটির সাবেক এই ক্রিকেটারকে।

বিবৃতিতে দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সনাৎ জয়াসুরিয়াকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগের ঘোষণা করেছে। শ্রীলঙ্কার কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।’