UsharAlo logo
শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা অব্যাহত

pial
সেপ্টেম্বর ৮, ২০২২ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের ডুমুরিয়া এলাকায় বুধবার দুপুরে বিষ দিয়ে মাছ ধরার সময় বনরক্ষীরা বিষের বোতলসহ ৩ জেলেকে আটক করেছে।

এ সময় মাছ শিকারে ব্যবহ্নত একটি ট্রলার জব্দ করা হয়েছে। বনবিভাগ অফিস সূত্রে জানা যায়, বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরবনের ডুমুরিয়া ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলদানকালে সুন্দরবনের মান্দার গাছিয়া খালে একটি ট্রলার দেখতে পেয়ে এগিয়ে গিয়ে ৩ ব্যক্তিকে খালে বিষ দিয়ে মাছ ধরা অবস্থায় ধরে ফেলেন। এরা হলো,শাহ জালাল খান (২৮), নিরু হাওলাদার (৩৫) ও আরিফ হাওলাদার (২০) এদের বাড়ী পিরোজপুরের মঠবাড়ীয়ার ভাইজোড়া গ্রামে।

এসময় বনরক্ষীরা একটি ট্রলার ও তিন বোতল কীটনাশক জব্দ করেন। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, ডুমুরিয়া টহল ফাঁড়িতে কীটনাশকসহ আটক ৩ ব্যক্তিকে নিয়ে আসার জন্য বগী ফরেষ্ট ষ্টেশন থেকে লোকবল ও ট্রলার পাঠানো হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বনমামলা দিয়ে আদালতে চালান করা হবে বলে ষ্টেশন কর্মকর্তা জানিয়েছেন।

(ঊষার আলো-এফএসপি)