UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পেরুতে বাস খাদে পড়ে ৩২ জনের মৃত্যু

ঊষার আলো
সেপ্টেম্বর ১, ২০২১ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে ২ শিশুসহ অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আরও অনেকে আহত হয়েছে। গতকাল (মঙ্গলবার) লিমা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ক্যারেটেরা সেন্ট্রাল নামক একটি ঝুঁকিপূর্ণ সড়কে এ দূর্ঘটনা ঘটে। শিশুসহ এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে স্থানীয় পুলিশ কমান্ডার সিজার কারভান্টেস জানিয়েছে।

ঝুঁকিপূর্ণ রাস্তায় বেপরোয়াভাবে বাস চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি একটি পাথরে ধাক্কা লেগে প্রায় ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৬৩ জন যাত্রী ছিলেন। হতাহতদের উদ্ধার  অভিযান শুরু হয়েছে।

(ঊষার আলো-আরএম)