UsharAlo logo
বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথমবার এসেই আইপিএলের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স

pial
মে ৩০, ২০২২ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজস্থান রয়েলসকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে অংশ নিয়েই শিরোপার স্বাদ পেল গুজরাট টাইটান্স।

ফাইনালের মতো গুরুত্বপূর্ণ এই ম্যাচে রাজস্থান রয়েলকে ১৩০ রানে থামিয়ে শিরোপা নিজেদের করে নেয় হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের মতো উত্তেজনাকর ম্যাচে রাজস্থানের তারকা ব্যাটসম্যান জস বাটলার, সাঞ্জু স্যামসন, ডেবুট পাদ্দিকল ও সিমরন হিতমায়ারদের উইকেটে থিতু হতে দেননি হার্দিক পান্ডিয়া, রশিদ খান ও মোহাম্মদ শামিরা।

নিয়মিত বিরতিতে উইকেট পতনের ফলে বড় কোনো জুটি গড়তে পারেননি রাজস্থানের ব্যাটসম্যানরা। আসা-যাওয়ার এ মিছিলে অংশ নেওয়ায় শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩০ রানেই শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস।

দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন জস বাটলার ও ২২ রান করেন ইয়েসভি জশওয়াল। গুজরাটের হয়ে চার ওভারে মাত্র ১৭ রানে ৩ উইকেট শিকার করেন হার্দিক পান্ডিয়া।

১৩১ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে নেয় গুজরাট।

(ঊষার আলো-এফএসপি)