UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবার সংসদে পা রাখলেন প্রিয়াঙ্কা, শপথ অনুষ্ঠানে সঙ্গী ছিলেন কারা

usharalodesk
নভেম্বর ২৮, ২০২৪ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: সংসদ সদস্য হিসাবে প্রথমবার সংসদে পা রাখলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওয়েনাড় কেন্দ্রের নির্বাচিত সদস্য হিসাবে শপথ নেন প্রিয়াঙ্কা।

বৃহস্পতিবার সকালেই কংগ্রেস সংসদ সদস্যদের বৈঠকে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। তিনি লোকসভায় আসছেন এই খবর পেয়ে সংসদ চত্বরে হাজির হন অন্য কংগ্রেস সংসদ সদস্যরা। এ সময় ‘প্রিয়াঙ্কা স্বাগতম’ স্লোগান ওঠে।

গাড়ি থেকে নেমে প্রিয়াঙ্কা জানান, তিনি ভীষণ খুশি। তারপরেই ভাই রাহুল এবং মা সোনিয়ার সঙ্গে সংসদের ভেতরে প্রবেশ করেন তিনি।

প্রসঙ্গত, সংবিধান হাতে শপথ নিয়ে ভাই রাহুলের পদাঙ্কই অনুসরণ করলেন প্রিয়াঙ্কা। পাঁচ মাস আগে লাল-কালো মলাটের সংবিধান হাতেই শপথ নিয়েছিলেন রাহুল।

২০০৪ সালের লোকসভা ভোট থেকে নিয়মিত সোনিয়া-রাহুলের প্রচারে অংশ নিলেও প্রিয়াঙ্কা আনুষ্ঠানিকভাবে সক্রিয় রাজনীতিতে আসেন ২০১৯ সালের জানুয়ারি মাসে। পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক হিসেবে।

লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বরেলী এবং কেরলের ওয়েনাড়, দুই আসন থেকেই জয়ী হওয়ায় দ্বিতীয় আসনটি ছেড়ে দেন রাহুল। আর দাদার ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হন কংগ্রেস প্রার্থী হন প্রিয়াঙ্কা। ভোটের ফল বলছে, ৪ লক্ষ ১০ হাজারেরও বেশি ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই প্রার্থীকে হারিয়ে দাদার জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গিয়েছেন বোন প্রিয়াঙ্কা।

ঊষার আলো-এসএ