UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : এ্যাড. সুজিত অধিকারী

ঊষার আলো
মে ৮, ২০২১ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী বলেন, করোনা মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে চিকিৎসা সেবা, করোনা প্রতিরোধ সামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকায় বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে। তিনি জনসাধারণকে সরকারের সকল নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন।
জেলার রূপসা উপজেলায় দুর্জ্জনীমহল একতা যুব সংঘের আয়োজনে শনিবার (৮ মে) বিকেল ৫টায় ইফতার বিতরণ অনুষ্ঠিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক, দুর্জ্জনী মহল একতা যুব সংঘের সভাপতি মোজাফফর মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ফরিদ আহমেদ, কৃষক লীগের জেলা সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিকুল ইসলাম লাবু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, জেলা সদস্য শাহিনা আক্তার লিপি, অমিয় অধিকারী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, আইচগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনি, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল বাড়ই বাপ্পি, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, ইয়াসির আরাফাত, আশিকুজ্জামান তানভির, শেখ আলমগীর হোসেন আলম, শেখ আলী আজগর, শাহিন শিকদার, মাসুদ হাসান লাভলু, আমিন হান্নান, খায়রুল বাশার, আলমগীর হোসেন রাজু, আবিদ হোসেন হৃদয়, সালাউদ্দিন আহমেদ, মাসুদ মোল্লা, তৌহিদ, হোসেন, হেলাল, আরমান, মোস্তাক, সোহাগ, সিয়াম, হিরন শিকদার, নিলমনি বিশ্বাস, জাফর, সুমন, হাসান, হালিম, মাসুম, সামাদ, সজল, নবীন, তারেক, হাফিজ, লোকমান, সোনা।

(ঊষার আলো-এমএনএস)