UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৈশভোজে ভুটানের প্রধানমন্ত্রী

usharalodesk
মার্চ ২৪, ২০২১ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভুটানের সফররত প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এর সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে মঙ্গলবার (২৩ মার্চ) রাতে নৈশ ভোজের আয়োজন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে লোটে শেরিং হোটেলে তাকে স্বাগত জানান।
দুই প্রধানমন্ত্রী উভয়েই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য এবং পদস্থ সরকারী বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সেদেশের রাজার বিশেষ প্রতিনিধি হিসেবে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং মঙ্গলবার (২৩ মার্চ) সকালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে ঢাকায় এলে তাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাল গালিচা সংবর্ধণা জানান। সূত্র : বাসস

(ঊষার আলো-এমএনএস)