UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টার অভিনন্দন ডোনাল্ড ট্রাম্পকে

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ৬, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৬ নভেম্বর) রাতে ট্রাম্পকে এ শুভেচ্ছা বার্তা পাঠান তিনি।

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা ট্রাম্পকে বলেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আপনার বিজয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়া প্রমাণ করে, যুক্তরাষ্ট্রের জনগণ আপনার নেতৃত্ব ও দূরদর্শিতায় আস্থা রাখে।’

ড. ইউনূস লেখেন, ‘আমি নিশ্চিত, আপনার পরিচালনায় যুক্তরাষ্ট্র উন্নতির শিখরে পৌঁছাবে এবং বিশ্ব সম্প্রদায়কে আরও অনুপ্রাণিত করবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে, যা আপনার পূর্ববর্তী মেয়াদে আরও গভীর হয়েছে। দু’দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো আবিষ্কারের লক্ষ্যে আমাদের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার জন্য আমি আশাবাদী।’

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রতি আমাদের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সঙ্গে অংশীদার হতে এবং বিশ্বে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি অর্জনে একযোগে কাজ করার জন্য বাংলাদেশের সরকার এবং জনগণ প্রস্তুত আছে।’