UsharAlo logo
রবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমরান খানের যত অভিযোগ

usharalodesk
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান দেশটির প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন। সেই সঙ্গে তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

পিটিআইয়ের নির্বাচনি প্রতীক ছিনিয়ে নেওয়ার রায়টিও পক্ষপাতমূলক ছিল বলে দাবি করেছেন ইমরান খান। কারণ হিসেবে তিনি বলেন, ‘সংরক্ষিত আসনের মামলায় সুপ্রিম কোর্টের রায় আমাদের অবস্থানকে প্রমাণ করেছে।’ এছাড়াও ইমরানের অভিযোগ, ‘সিজেপি নির্বাচনি জালিয়াতি করেছেন এবং এখন পিটিআইকে তার আসন থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন।’

ইমরান খান আরও অভিযোগ এনে বলেন, ‘সিজেপি তার মেয়াদ বাড়ানোর জন্য পিটিআইকে পিষ্ট করার চেষ্টা করছেন। প্রধান বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনার তাদের মেয়াদ বাড়ানোর জন্য চেষ্টা চালাচ্ছেন। তারা ক্ষমতা বজায় রাখার জন্য গণতন্ত্র এবং আইনের শাসনকে ধ্বংস করছেন।’

পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের স্বার্থে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান ইমরান খান।

তিনি বলেন, ‘দেশে নৈতিক পতন চলছে, এবং প্রতিষ্ঠানগুলি ভেঙে ফেলা হচ্ছে। প্রতিবাদের জন্য তারা আমাদেরকে কখনই অনুমতি দেবে না। শহরের বাইরে রাস্তা অবরোধ করে আমাদেরকে সন্ধ্যা ৬টার মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। দেশের স্বার্থে জাতিকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

ঊষার আলো-এসএ