UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রার্থিতা ফিরে পেতে আপিল ইমরান খানের, শুনানি আজ

usharalodesk
জানুয়ারি ৪, ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। বুধবার করা আপিলের ওপর আজ বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে এনএ-১২২ (লাহোর) এবং এনএ-৮৯ (মিয়ানওয়ালি) থেকে তার মনোনয়নপত্র প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশন। পরে গতকাল নির্বাচনি ট্রাইব্যুনালে চ্যালেঞ্জ করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান।

তোশাখান মামলায় সাজা হওয়ায় ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করেছে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)।তবে আপিলে দাবি করা হয়েছে যে, এ বিষয়ে ভুল করছে ইসিপি।

আপিলে যুক্তি তুলে ধরে বলা হয়,  ইসিপি কোনো আদালত নয় এবং তাই তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়া সংবিধানের ৬২ ও ৬৩ অনুচ্ছেদের অধীনে অযোগ্যতা বলে গণ্য হয় না। এতে আরও বলা হয়েছে, ইসলামাবাদ হাইকোর্ট ইতোমধ্যেই আপিলকারীর সাজা স্থগিত করেছে।

অপরদিকে রাওয়ালপিন্ডি ট্রাইব্যুনালেও আপিল করেছেন ইমরান খান। বৃহস্পতিবার আপিলের শুনানি হবে বলে প্রতিবেদনে জানিয়েছে ডন।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইসিপি।

ঊষার আলো-এসএ