UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনে ইসিতে ১৪১ জনের আপিল

usharalodesk
ডিসেম্বর ৬, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং অফিসারের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে ১৮৩ জন প্রার্থী আপিল করেছেন। আজ বুধবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে স্থাপিত বুথে দ্বিতীয় দিনে ১৪১ জন প্রার্থী আপিল আবেদন করেন। আর প্রথম দিন আপিল করেছিলেন ৪২ জন প্রার্থী।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বুধবার ঢাকা অঞ্চলে ২৩ জন, কুমিল্লার ১৬ জন, চট্টগ্রামের নয়জন, ফরিদপুরের ছয়জন, সিলেটের চারজন, ময়মনসিংহের ১৯ জন, বরিশালের ছয়জন, খুলনার ১৮ জন, রাজশাহীর ২৬ জন ও রংপুর অঞ্চলের ১৪ জন আপিল আবেদন করেছেন।

আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।সংশ্লিষ্ট সূত্র মতে, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধতা পেয়েছেন এক হাজার ৯৮৫ জন প্রার্থী। আর ৭৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসাররা।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

ঊষার আলো-এসএ