UsharAlo logo
বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রায় সাড়ে ৭৭ কোটি টাকায় বিক্রি ম্যারাডোনার জার্সি

pial
মে ৫, ২০২২ ১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ১৯৮৬ বিশ্বকাপে যে জার্সি পরে ইংল্যান্ডের বিপক্ষে দুইটি গোল করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা, সে জার্সিটা নিলামে তুলেছিলেন সাবেক ইংলিশ ফুটবলার স্টিভ হজ । সেটি আজ অনলাইনের মাধ্যমে নিলামে ৭১ লাখ ৪২ হাজার ৫০০ পাউন্ডে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মূল্যে ৭৭ কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ৬৭২ টাকা।

সর্বকালের রেকর্ড ভেঙেছে ম্যারাডোনার জার্সি। এর আগের জার্সির রেকর্ডটি ছিল ফুটবলার পেলের। পেলের জার্সিটি ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিল –চেকোস্লোভাকিয়া ম্যাচে এক স্লোভাক খেলোয়াড় পেয়েছিলেন। এ জার্সিটি বিক্রি হয়েছিল ১ লাখ ৫৭ হাজার ৭৫০ পাউন্ডে।

এবারের নিলামে সে রেকর্ড ভেঙে ফেলেছে ম্যারাডোনার জার্সি। একজন নিলামের শুরুতেই ৪০ লাখ পাউন্ড হাকিয়েছিলেন। বাড়তে বাড়তে সেটা আজ ৭১ লাখ ৪২ হাজার ৫০০ পাউন্ডে এসে থেমেছে। এতে ভেঙেছে আগের সব খেলার রেকর্ডও।

গতকাল অবধি খেলায় ম্যাচে পরা জার্সি নিলামে সর্বোচ্চ ৫৬ লাখ ডলারে বিক্রি হওয়ার রেকর্ড ছিল। ২০১৯ সালে বেসবল কিংবদন্তি বেব রুথের জার্সি এই দামে বিক্রি হয়।

তবে এখনো জানা যায়নি, এত মূল্য দিয়ে ম্যারাডোনার জার্সি কে কিনেছেন।

ঊষার আলো-(এসএইস)