UsharAlo logo
বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ফকিরহাটে পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে নারীসহ নিহত ২ : আহত-১২

koushikkln
জুলাই ২৬, ২০২২ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : খুলনা-মাওয়া- ঢাকা মহাসড়কের বাগেরহাট ফকিরহাট উপজেলার পালেরহাট নাম এলাকায় দুর পাল্লার একটি পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পাশের গাছে মেরে দিলে ঘটনাস্থলে নারীসহ ২জন বাসযাত্রী নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল, ফকিরহাট থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুতঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরন করে।

ক্লাসিক মেঘনা নামক ওই পরিবহন বাসটি ঢাকা থেকে বাগেরহাটের শরনখোলার উদ্দেশ্যে এসে  স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পতিত হয়।

মোল্লাহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ শেখ আবুল হাসান বলেন, ঢাকা থেকে শরণখোলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে সঙ্গে ধাক্কা দেয়। এতে ওই বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০/১২ জন যাত্রী। নিহত দুজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় এখনো জানা যায়নি। পরে স্থানীয়দের নিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে। তাদের বাগেরহাট ও খুলনার হাসপাতালে ভর্তি করা হয়েছে।