UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরের উপ-নির্বাচনে ভোট সুষ্ঠু হ‌চ্ছে : সিইসি

ঊষার আলো
নভেম্বর ৫, ২০২২ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ফ‌রিদপুর-২ আসনের উপ‌-নির্বাচন ক্লোজ সা‌র্কিট (সিসি) ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। সকাল থেকে এখনও কোনো অ‌নিয়ম পাওয়া যায়‌নি।

শ‌নিবার (৫ নভেম্বর) নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণের সময় তি‌নি এ কথা বলেন।সিইসি বলেন, আমরা সকাল থেকে পর্যবেক্ষণ কর‌ছি। কোনো অ‌নিয়ম দেখতে পা‌চ্ছি না। শা‌ন্তিপূর্ণ প‌রিবে‌শে ভোটগ্রহণ চলছে। কাজী হা‌বিবুল আউয়াল জানান, পুরো আসনে ১২৩টি কেন্দ্রে ১ হাজার ৫২‌টি সি‌সি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বা‌হিনী মোতায়েন রয়েছে। এ সময় স্থ‌গিত থাকা গাইবান্ধা-৫ আসনের ভোটের অ‌নিয়মের অ‌ভিযোগ তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে তি‌নি জানান, আগে ৫১টি কেন্দ্রের ওপর তদন্ত কর‌লেও ক‌মিশন সবক‌টি কে‌ন্দ্রের তদন্ত কর‌তে চায়। বা‌কি ৯৪‌টি কে‌ন্দ্রের তদন্তের জন্য ক‌মি‌টি‌কে আরও সাত‌দিন সময় দেওয়া হ‌য়ে‌ছে। তারপরই ব্যবস্থা।

ঊষার আলো-এসএ